সূর্যমুখী নামকরণের তাৎপর্য

                   সূর্যমুখী নামকরণের তাৎপর্য
                              ২ জুলাই ২০২০
২০০৬ সালে ইউনিভারসিটি থেকে এম এ পরীক্ষা দিয়ে গ্রামে আসলাম। রেজাল্ট দিতে কয়েকমাস সময় লাগবে। তখন গ্রামের যুবক ছেলেদের নিয়ে একটি মিটিং এর আয়োজন করি। তাদের মধ্যে রমজান সরকার, মোঃ ইয়াসিন, মোঃ মফিজ, শাকিল আহমেদ, শেখ ফরিদ (জিয়া গাজী বাড়ি), মোখলেছুর রহমান, নজরুল ইসলাম (বড় বাড়ি), নজরুল ইসলাম (পশ্চিম পাড়া), মোঃ নুরুল ইসলাম মোল্লা,মোঃ সুমন মোল্লা, মোঃ হালিম, রাসেল মিয়া (মধ্যপাড়া),মোঃ জাহাঙ্গীর আলম (পূ্র্ব দক্ষিণ চকের বাড়ি), মোঃ সালাউদ্দিন (দক্ষিণ চকের বাড়ি), মোঃ মুকবুল হোসেন (জমাদ্বার বাড়ি), মোঃ মোস্তফা (জমাদ্বার বাড়ি), মোঃ রমজান (জমাদ্বার বাড়ী), বাদল (জমাদ্বার বাড়ি), বাদশা (কাদির বেপারীর ছেলে),  মোঃ জাহাঙ্গীর আলম (মধ্যপাড়া),মোঃ মোশারফ মোল্লা, মোঃ আনিছ মোল্লা, শেখ আলম (পূর্ব দক্ষিণ চকের বাড়ি) শেখ ফরিদ শেখা (মধ্যপাড়া), মোঃ মনির মিয়া (মধ্যপাড়া) মোঃ আক্কাস আলী (মধ্যপাড়া), মোঃ বাবুল সরকার,মোঃদ্বীন ইসলাম সাগর (সাগর মোল্লা), মাঈন উদ্দিন, তাইজুল ইসলাম ( দক্ষিণ চকের বাড়ি ) সহ আরও অনেকেই ছিল।এজেন্ডা ছিল তিনটি। ১. একটি সমাজকল্যাণ সংগঠন করা ২. সংগঠনের নাম নির্ধারণ করা ৩. কমিটি গঠন করা। সবার সম্মতিক্রমে সংগঠনের নাম রাখা হয় " বালুয়াকান্দি সূর্যমুখী সংগঠন"। সূর্যের আলোতে সূর্য্যমুখী ফুল ফুটে উঠে। সূর্যের আলোতে যেমন অন্ধকার দূর হয়, ক্ষতিকর প্রাণীগুলো নিজ নিজ গর্তে চলে যায়, ঠিক সেভাবে "বালুয়াকান্দি সূর্যমুখী সংগঠনের নেতৃত্বে অজ্ঞতার অন্ধকার দূর হবে, অন্যায় অবিচার ও অত্যাচার বন্ধ হবে, সমাজের খারাপ মানুষগুলো ভালো মানুষে পরিণত হবে এবং শিক্ষার আলোতে সমগ্র বালুয়াকান্দিকে সূর্যমুখী ফুলের মত মোহিত করবে। সেই বুকভরা প্রত্যাশা নিয়ে বালুয়াকান্দি সূর্যমুখী সংগঠনের যাত্রা শুরু। আল্লাহ তুমি আমাদের গ্রামের নব প্রজন্মকে  ভালো কাজের জন্য কবুল কর।

এম এম ওয়াসকুরুনী
বি এ (অনার্স) এম এ (ইংরেজি)
লেখক-আল আমিনস
স্পোকেন এন্ড রীটেন ইংলিশ অন গ্রামার।
Facebook ID: Al-Amin Molla
facebook Link below
https://www.facebook.com/alamin.molla.50951101
Yotube channel: English with Al-Amin Sir
Youtube channel Link Below
https://www.youtube.com/channel/UC1Dqed6CXIU7r5er7xjLTwQ
প্রতিষ্ঠাতা সভাপতি বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠন।

Comments

Popular posts from this blog

বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠনের এক শ্রেষ্ঠ অর্জন

নায়ক আসিফ নায়িকা হয় জয়া না হয় মাহি!!!