বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠনের এক শ্রেষ্ঠ অর্জন
★বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠনের এক শ্রেষ্ঠ অর্জন ২০ জুলাই ২০২০ শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন মানুষ যেমন সোজা হয়ে দাড়াতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি টিকে থাকতে পারে না। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতিও করতে পারে না। যে জাতি যত বেশী শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। শিক্ষা অজ্ঞতার অন্ধকারকে দূর করে। বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠনের ( সংবিধান ) গঠনতন্ত্রের ধারা অধ্যায়-৩ এর ক এ বলা আছে, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠা করা, রাস্তাঘাট নির্মাণ করা, গরিব ছাত্রদে সাহায্য করা এবং মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা করা। ড. মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, কেউ যদি নিজেকে পন্ডিত বলে দাবী করে এবং তার যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে পন্ডিত শব্দের পূর্বে আরেকটি শব্দ যোগ করতে হবে। সেই শব্দটি হল মূ্র্খ। অর্থাৎ যে পন্ডিতের ইসলামী জ্ঞান নেই, সে হল মূর্খ পন্ডিত। তাই মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য, ইসলামের পতাকে উড্ডয়ন করার জন্য, আল্লাহর হুকুম ও হযরত মুহাম্মদ ( সঃ) এর তরিকাকে জিন্দা করার জন্য, ছোট ছোট ছে...
Comments
Post a Comment