একজন সাধারণ মানুষের অসাধারণ কাজের গল্প....জনাব তন্ময় হাসান কাজল।মজিদপুর,তিতাস,কুমিল্লা।
একজন সাধারণ মানুষের অসাধারণ কাজের গল্প....
মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না....
মানুষের সহয়তা ও সহানুভূতি মানুষকেই করতে হবে। বিপদে আপদে মানুষের পাশে মানুষকেই দাড়াতে হবে। তবেই পৃথিবী হবে মানবতা প্রতিষ্ঠার পৃথিবী। তবে মানুষের পাশে দাড়াতে হলে, মানুষকে সহায়তা করতে হলে, মানুষকে সহানুভূতি দেখাতে হলে শুধুমাত্র সুন্দর মনের একজন মানুষ হতে হবে।
আজ তেমনি একজন সাধারণ মানুষের অসাধারণ কর্মের বর্ণনা আপনাদের জন্য তুলে ধরছি.....
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা জনাব তন্ময় হাসান কাজল। গ্রামেই জন্মগ্রহণ করে গ্রামেই বড় হয়েছেন তিনি। বাবা মায়ের অন্য সন্তানদের থেকে তিনি ছিলেন আলাদা। সর্বদাই মানুষের উপকারের মানষিকতা নিয়েই তিনি বেড়ে উঠেছেন। লেখাপড়া শেষ করে গ্রামের মানুষের পাশে দাড়ানোই ছিল তার একমাত্র বাসনা। সেই বাসনা পূর্ণ করতেই তিনি গ্রামে একেরপর এক কাজ করে চলেছেন।
১. গ্রামের মানুষের সেবা দিতে তিনি ডাক্তারি প্রশিক্ষন দিয়ে মানুষের প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে এই সেবায় তিনি এখনো নিজেকে নিয়োজিত রেখেছেন।
২. ২০০৭ সালে তিনি সেই প্রত্যান্ত অঞ্চলে তার মায়ের নামে নামকরণ করে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির নাম আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজ। প্রায় দেয় যুগ ধরে শিক্ষায় অবদান এবং হতদরিদ্র, মধ্যবিত্ত ও এতিমদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে যাচ্ছেন। এলাকায় শত শত মানুষকে তিনি শিক্ষায় আলোকিত করছেন।
৩. এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে তিনি সর্বদায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
৪. এলাকায় রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা উন্নয়নে সামর্থ অনুযায়ী সহযোগিতা করে যাচ্ছেন।
৫. বেকার যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করার জন্য সর্বদায় কাজ করে চলেছেন।
৬. করোনা ভাইরাসের সময় হতদরিদ্র মানুষের মাঝে নিজ অর্থায়নে ত্রান বিতরন এবং সমাজের বিত্তবানদের উসাহিত করে বিভিন্ন সময় ত্রান সামগ্রী আরও ব্যাপক আকারে দেওয়া ব্যবস্থা করেছেন।
৭. আশেপাশের কয়েকটি গ্রামে করোনা ভাইরাসে জীবাণু মুক্ত করন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
৮. ভাসমান পানিতে ৩৫০ বিঘা জমি মাছ চাষ করে জাতীয় পর্যায়ে মাছের চাহিদা পুরোনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৯. নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকার শালিসি দরবারে অন্যায়কারীর প্রতিবাদ করে ন্যায়ের জন্য লড়াই করে যাচ্ছেন।
১০. এলাকার যুবসমাজকে মাদক মুক্ত রাখার জন্য যুব সমাজকে নিয়ে কাজ করে যাচ্ছেন।
Comments
Post a Comment