দেশের সব TV চ্যানেলকে সরকারের ঘুমিয়ে থাকার নির্দেশ।গণ মাধ্যম শুধু সরকারের জন্য।

দেশের সকল TV চ্যানেল কে ছাত্র আন্দোলন প্রচার না করার নির্দেশ।TV মালিক ও চ্যানেল বাচানোর ভয়ে বসে বসে ঘুমায়।আর বলে বিদেশীদের আগ্রাসনে দেশী TV চ্যানেল দর্শক হারাচ্ছে।দেশী TV তে দেশের Top Of the Breaking News Hide করা হয়।যা বিদেশী  চ্যানেলের প্রচার করা হয়।যেমন Al Jazeera CCN BBC News ইত্যাদি চ্যানেলে প্রচার হয়।দেশের মানুষ দেশের কমলমতি শিক্ষার্থীদের খবর রাখতে বিদেশী চ্যানেল চোখ রাখে।দেশের TV গুলো যদি নিয়মিত Breaking News Live Broadcast করতো তাহলে দেশী চ্যানেলেই আমাদের চোখ থাকতো।আমার প্রশ্ন হলো গণ মাধ্যম কি শুধু সৈরাচারের জন্য?দর্শক হারানোর পেছনে দোষ কার?কোমলমতি শিক্ষার্থীরা কি বাংলাদেশে দূষমণ না ভবিষ্যৎ।TV মালিকদের বলবো দেশে ২০টির উপরে বেসরকারি চ্যানেল আছে।সবাই মিলে দেশের ক্রান্তিকালে এক হন।সত্যাটা প্রচার করেন দর্শক কমবে না দিন দিন বাড়বে।নিজেদের দোষ অন্যের উপর চাপাইয়েন না।বিদেশী চ্যানেলের আগ্রাসন এ ধরনে গাজাখুরি কথা বলবেন না।নিজে ঠিক হন সব টিক হয়ে যাবে।যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ,যদি তুমি দাড়াও তবে তুমি বাংলাদেশ।
আগামীর ভবিষ্যৎ কোমলমতি ছাত্রদের সরকার বাহিনী রাস্তায় মারবে তাতে তা শুধু প্রচার করবেন তা আপনাদের দায়িত্বে পড়ে কি?

Comments

Popular posts from this blog

বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠনের এক শ্রেষ্ঠ অর্জন

নায়ক আসিফ নায়িকা হয় জয়া না হয় মাহি!!!