একটি মসজিদ ও একটি মানুষের জীবন কাহিনী।বিস্তারিত জানতে ছবিতে টার্চ/ক্লিক করুন।

এই মসজিদটি কুমিল্লা জেলার তিতাস থানাধীন বালুয়াকান্দি গ্রামের মোল্লা বাড়িতে অবস্থিত।এই মসজিদটি প্রায় ষাটের (১৯৬০) দশকে নির্মিত।আজ যেমন দেখতে পাচ্ছেন প্রথমে এমন ছিল না।সর্ব প্রথম দু-চালা টিনের ঘর ছিলো।পরে তৎকালী ইউ পি সদস্য শওকত আলী মেম্বারের উদ্যোগে গ্রামবাসী সকলে মিলে পাকা করার সিদ্ধান্ত নেয়।জায়গার জন্য মোল্লা বাড়ীর লোকজন মসজিদের জন্য বিশাল বড় জায় গায় আল্লাহরাস্তে দিয়ে দেন।পরে ধাপে ধাপে মসজিদ টি সাত তলা মিনারসহ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়।তার দুই দশক পর নামাজের স্থান মুসল্লিদের সংকট দেখা দেয়।তারপর তৎকালীন মসজিদ সভাপতি আঃআউয়াল মোল্লার উদ্যোগে গ্রামবাসীর সহযোগীতায় দ্বিতীয় তলায় আর একটি পূর্বের সমপরিমাণ নামাজের স্থান তৈরী করা হয় বর্তমানে মসজিদ টির উত্তর পাশে একটি দ্বিতীয় তলা বিশিষ্ট নুরানী মাদ্রাস আছে।বংশ পরমপরায় মসজিদে মোল্লা নির্ধারণ করা হত মোল্লা বাড়ি হতে।তৎকালীন মোল্লা আঃ হাকিম মোল্লা বলেন যখন এ মসজিদ টি নির্মাণ হয় তখন প্রায পুরো কুমিল্লা জেলায় সাত তলা মিনার বিশিষ্ট কোন মসজিদ ছিলো না এখনো ও আছে কিনা তা তার জানা নাই।আঃহাকিম মোল্লা পর আর কোন মোল্লা মসজিদে নিয়োগ করা হয়নি।বড় অবাক করা ব্যাপার হল এই আঃহাকিম মোল্লা কোন মাসিক বেতন ছাড়াই মোল্লা গিরি করতেন।গ্রামের লোকজন বেতন ধারন করে ছিলেন বছর শেষে জমির ধান আসলে যে ধান দিতো তা দিয়ে আর নিজেদের জমি চাষাবাদ করে সারা বছর সংসার চালাতেন।বছর শেষে কেউ ধান দিতো আবার কউ দিতো না।তা নিয়ে তিনি কোন বেজার ছিলেন না।এখন তার বয়স ১০০বছরের উপরে এখন আর মোল্লা গিরি করেন না।হাটতে চলতে কষ্ট হলেও পায়ে হেটে মসজিদে গিয়ে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।আল্লার মেহেরবাণীতে একটি মাথার চুল ও পাকেনি।আজ কালের ইমামদের বেতন আগে পরে নামাজ।আঃহাকিম মোল্লা তৎকালীন ইমামতি থেকে লাশ গোসল করানো থেকে শুরু করে দাফন কাফন সম্পূর্ণ নিজের হাতে করতেন।আরো অবাক করা বেপার হল তিনি তাহার ছোট ভাই আঃকাদির মোল্লা এখনো যৌথ পরিবারেই আছেন।নিজের স্ত্রীওছোট ভাই আঃকাদির মোল্লা  মারা গেছেন।এপরিবারে বর্তমানে আছে আঃহাকিম মোল্লা ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা।নিজের ছেলে সন্তান ছিল না।তিন মেয়েওদুই ভাতিজি এক ভাতিজা।নিজের মেয়ে ও ভাতিজিদের বিয়ে বরণপোষন সব তিনি বহনকরেন।ছোট ভাই তো অসুস্থ ছিলেন।উপার্জন ক্ষম ছিলনা।আজ ও এসব সাদা মনের মানুষ পৃথিবীতে আছে বলে পৃথিবী টিকে আছে।সালাম তোমায় আঃহাকিম মোল্লা।

Comments

Popular posts from this blog

বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠনের এক শ্রেষ্ঠ অর্জন

নায়ক আসিফ নায়িকা হয় জয়া না হয় মাহি!!!