Posts

Showing posts from July, 2018

আসাদুজ্জামান আসাদ ওরফে পং পংকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে।

Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্যের অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশি আসাদুজ্জামান আসাদ ওরফে পং পংকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার পংপংকে আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন। জানা গেছে, পং পং কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে খালেদা জিয়া ও তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। এ নিয়ে গত তিনদিন আগে মালয়েশিয়া বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান বাদী হয়ে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মালয়েশিয়া পুলিশ গত মঙ্গলবার সন্ধ্যায় আসাদুজ্জামান আসাদ ওরফে পং পংকে গ্রেফতার করে। পং পং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে লাইভ করে আসছেন। এবং সম্প্রতি ফেসবুক লাইভে সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ব্যাপক স...

আসিফের নায়িকা মাহি!!!

Image
সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসিফ পাচ্ছিলেন অনেক দিন ধরেই, কিন্তু কোনো পরিচালকই এই গায়ককে বশে আনতে পারছিলেন না। সংগীতজীবনের ১৮ বছরের মাথায় এসে আসিফকে সিনেমার নায়ক হতে রাজি করিয়ে নিলেন তরুন মেধাবী নির্মাতা সৈকত নাসির। আসিফের প্রথম ছবিতে নায়িকা হতে যাচ্ছেন হালের ক্রেজ মাহিয়া মাহী। শনিবার রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ নিজে। আসিফ অভিনীত প্রথম সিনেমার নাম ‘ভিআইপি’। এটি পরিচালনা করবেন ‘দেশা দ্য লিডার’খ্যাত সৈকত নাসির। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসিফের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা। এরপর থেকে আসিফের ছবিতে অভিনয়ের ব্যাপারটি নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের একটা আগ্রহ তৈরি হয়। শুধু তা–ই নয়, প্রথম ছবিতে নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্রপাড়ায় জোর গুঞ্জন তৈরি হয়। অনেকে আবার এও বলতে থাকলেন, জয়া অথবা মাহী—দুজনের একজনই হবেন আসিফের নায়িকা। গায়ক আসিফ থেকে নায়ক হতে যাওয়া আসিফ জানালেন, মাহীর নায়িকা হওয়ার বন্দোবস্ত মোটামুটি ফাইনাল। তিনি বলেন, ‘আলাপ হয়েছে। অলমোস্ট ইতিবাচক। আমরা যতদূর পরিকল্পনা করেছি, তাতে এতটুকু বলতে পারি, ভালো ক...

ওমর ফারুক মুন্না'র কালজয়ী ইতিহাস !

Image
ওমর ফারুক মুন্না'র কালজয়ী ইতিহাস ! মোশারফ হোসেন হৃদয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না । তিনি পুরাতন ঢাকা পাটুয়াটুলি জন্মগ্রহন করেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন এবং বর্তমানে জবিতে ইংরেজী ভাষা শিক্ষা কোর্সে অধ্যায়নরত। রাজনৈতিক কারনে মামলার জালে আটকা পড়েছে তার জীবন। বিএনপির চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন পরীক্ষিত এই ছাত্রনেতা। দলের আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব্য দেওয়ায় তার উপর হামলা মামলা ও নির্যাতন বেড়ে যায়। গত কাল তার সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব বিষয় তুলে ধরেন তিনি। তিনি বলেন, স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি করতে ভাল লাগতো। ভাললাগা থেকে জড়িয়ে পড়েন রাজনীতিতে। আন্দোলনের মিছিলে স্লোগানও ধরতেন সামনে থেকে। বন্ধুদের আড্ডায়ও ছিলেন মধ্যমণি। স্কুল জীবনেই সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। লেখাপড়ার পাশাপাশি রাজনীতিই হয়ে উঠে তার কাছে ধ্যান-জ্ঞান। তবে রাজনীতির পাশাপাশি পড়াশোনাও সক্রিয়...

নায়ক আসিফ নায়িকা হয় জয়া না হয় মাহি!!!

Image
মোহাম্মদ দ্বীন ইসলাম সাগর: বাংলা গানের যুবরাজ হিসেবে খ্যাত আসিফ আকবর অবশেষে নায়ক হিসেবে আসছেন বড় পর্দায়। আসিফিয়ান থেকে শুরু করে সিনেমা দর্শকের জন্য এটা বড় একটি চমক। ‘ভিআইপি’ শিরোনামের এ সিনেমাটি নির্মাণ করবেন তরুণ পরিচালক সৈকত নাসির। জানা গেছে প্রথম সিনেমায় আসিফের নায়িকা হিসেবে থাকবেন মাহিয়া মাহি অথবা জয়া আহসান। পরিচালক সৈকত নাসির জানান, দু’জনের সঙ্গেই কথা হয়েছে। সিডিউল সংক্রান্ত বিষয়ে যার সঙ্গে ব্যাটে বলে হবে তাকেই চুক্তিবদ্ধ করা হবে। আগামী কোরবানীর ঈদের পরই আসিফ আকবর অভিনীত প্রথম সিনেমা ভিআইপি’র শুটিং শুরু করবেন পরিচালক। দুই ঘন্টা বিশ মিনিট ব্যাপ্তির এ সিনেমাটির গল্প গড়ে ওঠেছে মাফিয়া ডনদের গোপন অভিযান নিয়ে। বড় বাজেটেই নির্মিত হবে ‘ভিআইপি’-জানালেন পরিচালক। আসিফকে দেখা যাবে সিআইডি-এর একটি গুরুত্বপূর্ণ ও প্রধান চরিত্রে। সম্প্রতি সৈকত নাসির আসিফকে নিয়ে বেশ কিছু মিউজিক ভিডিও নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন। সর্বশেষ আসিফ আর মৌসুমী হামিদকে নিয়ে নির্মিত তার ‘আগুন পানি’ গানিটি দর্শক শ্রোতারা ব্যাপকভাবে গ্রহণ করেছেন। আসিফ নিজেও সৈকত নাসিরের কাজের গুণমুগ্ধ ভক্ত। আসিফ বলেন, সৈকত নাসিরের নাম আ...