Posts

Showing posts from August, 2017

Surau Al Ikhlas

Image

একটি মসজিদ ও একটি মানুষের জীবন কাহিনী।বিস্তারিত জানতে ছবিতে টার্চ/ক্লিক করুন।

Image
এই মসজিদটি কুমিল্লা জেলার তিতাস থানাধীন বালুয়াকান্দি গ্রামের মোল্লা বাড়িতে অবস্থিত।এই মসজিদটি প্রায় ষাটের (১৯৬০) দশকে নির্মিত।আজ যেমন দেখতে পাচ্ছেন প্রথমে এমন ছিল না।সর্ব প্রথম দু-চালা টিনের ঘর ছিলো।পরে তৎকালী ইউ পি সদস্য শওকত আলী মেম্বারের উদ্যোগে গ্রামবাসী সকলে মিলে পাকা করার সিদ্ধান্ত নেয়।জায়গার জন্য মোল্লা বাড়ীর লোকজন মসজিদের জন্য বিশাল বড় জায় গায় আল্লাহরাস্তে দিয়ে দেন।পরে ধাপে ধাপে মসজিদ টি সাত তলা মিনারসহ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়।তার দুই দশক পর নামাজের স্থান মুসল্লিদের সংকট দেখা দেয়।তারপর তৎকালীন মসজিদ সভাপতি আঃআউয়াল মোল্লার উদ্যোগে গ্রামবাসীর সহযোগীতায় দ্বিতীয় তলায় আর একটি পূর্বের সমপরিমাণ নামাজের স্থান তৈরী করা হয় বর্তমানে মসজিদ টির উত্তর পাশে একটি দ্বিতীয় তলা বিশিষ্ট নুরানী মাদ্রাস আছে।বংশ পরমপরায় মসজিদে মোল্লা নির্ধারণ করা হত মোল্লা বাড়ি হতে।তৎকালীন মোল্লা আঃ হাকিম মোল্লা বলেন যখন এ মসজিদ টি নির্মাণ হয় তখন প্রায পুরো কুমিল্লা জেলায় সাত তলা মিনার বিশিষ্ট কোন মসজিদ ছিলো না এখনো ও আছে কিনা তা তার জানা নাই।আঃহাকিম মোল্লা পর আর কোন মোল্লা মসজিদে নিয়োগ করা হয়নি।বড় অবাক করা ব্যাপার ...