বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠন ( বি এস ও )
বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠন ( বি এস ও ) Baluakandi Sunflower Organization (BSO) ২৬ জুন ২০২০ ইং "তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে,তোমরা সৎ কাজের আদেশ করে থাক, অসৎ কাজের নিষেধ করে থাক এবং আল্লাহর উপর ঈমান রাখ" (সুরা আল ইমরান, আয়াত-১১০)।পবিত্র কোরআনের এই আয়াতের উপর ভিত্তি করে গ্রামের প্রত্যেকটি মানুষের মাঝে সহযোগিতা, সহমর্মিতা, যোগসূত্র, ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও প্রীতিবোধ স্থাপনার্থে একটি জনকল্যাণমূলক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় অত্র গ্রামের যুব সম্প্রদায়কে নিয়ে "বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠন" ৩১/১২/২০০৬ ইং তারিখে গঠিত হয়।আমাদের আপন মাতৃতুল্য শীতল স্নেহাশ্রয় গ্রামকে যাবতীয় অন্যায় অবিচার থেকে মুক্ত করে সত্যের বুনিয়াদ, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণ সাধনের চেষ্টা করাই "বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠন" এর মূল লক্ষ।এই লেখাটি "বালুয়াকান্দি সূর্য্যমুখী সংগঠন" এর (সংবিধান) গঠনতন্ত্রের ধারা অধ্যায়-১ এর (ক) থেকে নেয়া। এম এম ওয়াসকুরুনী বি এ (অনার্স) এম এ (ইংরেজি) লেখক-আল...