Posts

Showing posts from September, 2017

শত্রু থেকে নিরাপদ থাকার দোয়া।।।

Image
দুনিয়া সকল প্রকার শত্রু থেকে নিরাপদ থাকার দোয়া।অর্থাৎ প্রতিদিন সকালে এ দোয়া পাঠ করলে দুনিয়ার কোনো শত্রু ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহীম। বিসমিল্লাহি ও বিল্লাহ বিসল্লাহি খইরিল আসমা।বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মা আইসমিহি শাইয়ুন ফিল আরদি।ওয়ালা ফিস সামাহ বিসমিল্লাহিফ তাতাহতু।ও বিল্লাহি খতামতু ও বিহি আমানতু।বিসমিল্লাহি আসবাহতু ওয়ালাল্লাহি তাওয়াক কালতু।বিসমিল্লাহি আলা কলবি ও নাফসি।বিসমিল্লাহি আলা আকনি ও জিহনি।বিসমিল্লাহি আলা আহলি ও মালি।বিসমিল্লাহি আলা মায়া-তনি রব্বী।বিসমিল্লাহি শাফি।বিসমিল্লাহিল মাফি।বিসমিল্লাহিল ওয়াফি।বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মায়া-ইসমিহি শাইয়ুন ফিল আরদি।ওয়ালা ফিস সামা-ই ও হুয়াস সামিউল আলিম। হু আল্লাহু আল্লাহু রব্বী লা উশরিকু বিহি শাইয়া।আল্লাহু আকবার,আল্লাহু আকবার,আল্লাহু আকবার,আল্লাহু আকবার,ও আ আজ্জু ও আজাল্লু মিম-মা।আখফু আখজার আস-আলুকা-আল্লাহুম্মা বি খইরিকা মিন খইরিকাল্লাজি লা ইয়ুতিহি গইরুক।আজ যা যা রুকা ও যাল্লাহ সানাউকা ও লা ইলাহা গইরুক।আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন শাররি নাফসি।ও মিন শাররি কুল্লি সুলতান।ও মিন শাররি কুল্লি শাইতানিম মারিদ।ও মিন...